News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

ঘুমের ওষুধ খেয়ে ও গলায় ফাঁস দিয়ে ৩ জনের মৃত্যু

ঘুমের ওষুধ খেয়ে ও গলায় ফাঁস দিয়ে ৩ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর পৃথক তিনটি এলাকায় ঘুমের ওষুধ ও গলার ফাঁস নিয়ে তরুণীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন-সজীব (১৮), রূপা (১৬) ও মাহমুদুর রহমান বাবলু (২৭)।

সোমবার দুপুর দুটা থেকে সন্ধ্যে সাতটা মধ্যে এ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তথ্যগুলি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।

খিলখাঁও থানার উপপরিদর্শক জামাল জানান, নন্দিপাড়ার ৩৮২ নম্বর বাসায় সপরিবারে ভাড়া থাকতেন সজীব। বিকেল পাঁচটার দিকে পারিবারিক কলহের জের ধরে ঘুমের ওষুধ খাওয়ায় সজীবের মৃত্যু হয়।

কাফরুল থানার আবুল হোসেন জানান, ইব্রাহিমপুরের ৫৫২/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন রূপা। মায়ের সঙ্গে ঝগড়ার জের ধরে আত্মহত্যা করেন রূপা।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ২৭৩/১ মধ্যপাইকপাড়ার নিজ বাসা থেকে খিলক্ষেত থানার এসআই আবদুল মান্নান মাহমুদুর রহমান বাবলুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদের লাশ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে পুলিশ জানায়।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়