সিনিয়র-জুনিয়র কেন্দ্র করে ২ জনকে গুলি
ঢাকা: রাজধানীর কদমতলীর থানার সাদ্দাম মার্কেট এলাকায় স্থানীয় সিনিয়র-জুনিয়র কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন (১৭) ও আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ হাবীব (২০)।
কদমতলী থানার ওসি আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে আড্ডা দিচ্ছিল ইমরান, হাবীব ও রনি। এসময় ওই এলাকার বাপ্পী আর রাসেল তাদেরকে এখানে আড্ডা না দিয়ে এলাকা থেকে চলে যেতে বলে।
তিনি জানান, সিনিয়র হিসেবে তাদের নির্দেশ না মানায় ইমরানদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় বাপ্পী ও রাসেলের আরেক বন্ধু মোশাতাক হাবীবের বাম গালে ও ইমরানের বাম পায়ে গুলি করে।
পরে আহত অবস্থায় বন্ধু রনি সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








