পঞ্চগড়ে আধাঘণ্টার স্বস্তির বৃষ্টি
পঞ্চগড়: গত এক মাস ধরে অনাবৃষ্টি আর খরায় পঞ্চগড়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৬ টায় প্রায় আধাঘণ্টাব্যাপী বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।
গত এক মাসের তীব্র খরতাপ আর দাবদাহে পঞ্চগড়ের কৃষকের আমন ধান চাষ ব্যাহত হয়। যদিও এর মধ্যে প্রায় ৭০ শতাংশেরও বেশি কৃষক আগেই ধান রোপণ করেছেন। কেউ কেউ বিকল্প পদ্ধতিতে সেচের মাধ্যমে আমন ধানের চারা রোপণ করেন। তীব্র এই খরার প্রভাব পড়ে অন্যান্য ফসলেও। সাধারণ মানুষের জনজীবনেও নেমে আসে অস্বস্তি। বৃষ্টি কামনার এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে খোলা মাঠে উপরের দিকে হাত তুলে বিশেষ মোনাজাত করা হয়েছে।
দীর্ঘ খরার পর অল্প সময়ের এই বৃষ্টি পেয়ে স্বস্তি ফিরে আসে মানুষের মাঝে। কেউ কেউ স্বস্তির এই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে আসেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








