News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫২, ১৯ জানুয়ারি ২০২০

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় সোমবার বিকেলে প্রাইভেটকার ও ডাম ট্রাকের মুখোমুখী সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত ও ১ জন হয়েছে। হতাহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-খ-১১-০৩৩৯) ও চন্দ্রা থেকে কালিয়াকৈরগামী বালুবহন কারী একটি ড্রাম ট্রাকের সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলা হরতকীতলা এলাকার উইনার সিএনজি স্টেশনের সামনে মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী গুরুতর আহত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামাল উদ্দিন (৩৫) ও খাইরুল ইসলামকে (১২) ডাক্তার মৃত ঘোষণা করে। সাইদুর রহমান (৩৮) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুন্সীনগর গ্রামে বলে জানিয়েছেন আহত সাইদুর রহমান।

ঘটনার পর থেকেই প্রাইভেটকার ও ট্রাকের চালক পলাতক রয়েছে। পুলিশ গাড়ি দুটি আটক করেছেন।    

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জনৈক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ৩ জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়