News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০২০

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ দিলেন সুমন

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ দিলেন সুমন

ঢাকা: রাজধানীর বনানী-কাকলী রেলক্রসিংয়ে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন এক গার্মেন্টস শ্রমিক। মোহাম্মদ সুমন (৩৫) নামে ওই শ্রমিক বনানীর ম্যাডোনা ফ্যাশান লিমিটেড নামে একটি গার্মেন্টসে কাজ করতেন।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বনানী-কাকলী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে ওই শিশুটি সুস্থই রয়েছে।

নিহত সুমনের চাচাত ভাই নায়েব আলী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে কাকলী-বনানী রেলক্রসিংয়ে একটি শিশু খেলা করছিল। এমন সময় হঠাৎ ট্রেন চলে এলে সে শিশুটিকে বাঁচানোর জন্য দৌড়ে লাইনের উপর যায়। পরে শিশুটিকে নিয়ে সে ট্রেনের সামনে থেকে সরতে পারলেও তার দুই পা ট্রেনের নিচে চলে যায়।

তিনি জানান, এ সময় তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম/এএইচকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়