News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১১, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০২০

ফিটনেসহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

ফিটনেসহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

ঢাকা: সারাদেশের সব রাস্তায় ফিটনেসহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একইসঙ্গে দেশের প্রায় ১৯ লাখ গাড়ির ভুয়া লাইসেন্স জব্দ করতে ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আদালত নির্দেশ দিয়েছেন।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সোমবার এ আদেশ দেন।

কালের কন্ঠ ও ডেইলি সান পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন নজরে নিয়ে আদালত এ আদেশ দেন। প্রকাশিত ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্টদেরকে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পরে আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আগামী ৩০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রলালয়ের সচিব, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে (আইজি) আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতের নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়