পদ্মার ভাঙন থেকে রাজশাহী রক্ষায় সমাবেশ
রাজশাহী: জেলা শহর রক্ষা বাঁধ রক্ষাসহ পদ্মার ভাঙন থেকে নগরীকে রক্ষার দাবিতে রাজশাহীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত এ কর্মসূচির আগে সকালে নগরীর রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পানি উন্নয়ন বোর্ড চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








