News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৮, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

রাজধানীতে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

ঢাকা: গ্যাস লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিন জন। রাজধানীর জুরাইন তুলাবাগিচা এলাকায় রোববার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- খোরশেদ আলম, জহুরা ও তাদের সন্তান রিফাত।

ঘটনার পর প্রতিবেশীরা মৃদুল ও রেজাউল করিম তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

প্রতিবেশীরা জানান, হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে তারা দ্রুত ছুটে যান। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে আসেন। তারাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়