News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৬, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের দহিজুড়ি গ্রাম থেকে আলামিন হোসেন (৩২) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রফতার করেছে পুলিশ। তিনি ঐ গ্রামের ইছাহক শেখের ছেলে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নয় বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে আলামিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। তারপর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাই-চন্ডিপুর ক্যাম্পের পুলিশ তাকে গ্রেফতার করেছে।

নিউজবাংলাদেশ.কম/এজেড/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়