কাফরুলে পুলিশের গুলিতে যুবক নিহত
রাজধানীর কাফরুল থানার আলী হোসেন রোডে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে আবদুস ছালাম নামে এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩০।
রোববার রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কাফরুল থানার ওসি আবদুল কাইউম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত যুবক কাফরুল-ভাসানটেক এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাত এগারোটার দিকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আবদুস ছালাম নিহত হয়।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/একে/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








