News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৮, ২ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০২০

গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

মাগুরা: মাগুরায় সরকার সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও মাতৃগর্ভে সন্তান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-মাগুরা সড়কের ওয়াপদা এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম এ ঘটনায় দায়ের করা মামলায় ১৩ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২৬ জুলাই রাতে গ্রেপ্তার করা হয় মামলার ৫ নম্বর আসামি চা দোকানি সুমন ও ১৪ নম্বর আসামি স্থানীয় মুদি দোকানি সোবহানকে।

এছাড়া রোববার সকালে মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে (৩৫) ঢাকায় গ্রেপ্তার করার খবর পাওয়া যায়। তবে ঢাকার র‌্যাব ও গোয়েন্দা পুলিশ সুমন নামে মাগুরার কাউকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে।

মাগুরার গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক জানান, “নজরুল ঢাকা থেকে পালিয়ে খুলনা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার ওয়াপদা এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যলয়ে এনে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।”

মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম মাগুরা শহরের দোয়াপাড় এলাকার হোসেন কারিকরের ছেলে বলে জানা গেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সাবেক যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন।

ঘটনার রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়