ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস: সেপ্টেম্বরে প্রটোকল চূড়ান্ত
মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্টের আওতায় ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস শিগগিরই চালু হচ্ছে। অ্যাগ্রিমেন্ট বাস্তবায়নে সেপ্টেম্বরে প্রটোকল চূড়ান্ত করা হবে।
কাঠমান্ডুর ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে রোববার দুদেশের মন্ত্রীরা বাস সার্ভিস চালুর বিষয়ে একমত হয়েছেন। তবে ঠিক কবে থেকে এ সার্ভিস চালু হচ্ছে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
নেপাল সফররত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বিমলেন্দু নিধির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস্ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের (বিবিআইএন) মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট আগামী জানুয়ারিতে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে সকল পক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের সকল প্রস্তুতি শেষ করবেন বলে এ সময় দুই মন্ত্রী জানান।
গত ৮ জুন বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে বাধাহীন সড়ক যোগাযোগের জন্য মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্টের খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। এরপর ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের পরিবহনমন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় চার দেশের মধ্যে সড়ক পথে পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত মোটরযান চলাচল করতে পারবে। বৈঠকে জানানো হয়, বিবিআইএন চুক্তি কার্যকর করতে আগামী অক্টোবরে চার দেশের মধ্যে কার র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রয়োজনীয় প্রটোকল চূড়ান্ত করতে চার দেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক হবে ঢাকায়।
সড়ক মন্ত্রণালয় আরও জানায়, সার্ক মোটর ভেহিক্যল অ্যাগ্রিমেন্ট এগিয়ে নিতে আগামী সেপ্টেম্বরে নেপালে সার্ক দেশসমূহের পরিবহনমন্ত্রীদের সভা আহ্বান করতে যাচ্ছে সার্ক সচিবালয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








