কিস্তির টাকা শোধ নিয়ে দুশ্চিন্তায় সিএনজি মালিকরা
ঢাকা: ১ আগস্ট থেকে সারাদেশের মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করার পুলিশি অভিযানে দুশ্চিন্তায় পড়েছেন এর মালিক-শ্রমিকরা।
তারা মনে করছেন, হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। বিকল্প পথ খুঁজে পাচ্ছেন না। তাদের আয় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে তারা মহাদুশ্চিন্তায় পড়েছেন বলে তারা অভিযোগ করেন।
সিএনজি মালিক সাগর মন্ডল বলেন, আমাদের তো গ্যাস আনার জন্যও মহাসড়ক হয়ে বড় শহরের সিএনজি স্টেশনে যেতে হয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না থাকলে আমরা কীভাবে গ্যাস সংগ্রহ করব?
সিএনজি চালক মুখলেছুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ভাই, আমি কিস্তিতে টাকা নিয়ে গাড়ি নিয়েছিলাম। প্রতি সপ্তাহে আড়াই হাজার টাকা কিস্তি। আমাদের যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে এ টাকা কে দিবে? কিস্তির টাকা কি সরকার দিবে? আমাদের বউ-বাচ্চারে কে খাওয়াবে?
সিএনজি চালক করিম উদ্দিন বলেন, সিএনজি যদি মহাসড়কে না চলে তাহলে কোথায় চলবে? শুধু গ্রামে সিএনজি চালিয়ে তো মালিকদের ইনকামও দিতে পারব না, নিজের বেতন তো দূরের কথা। আমরা সিএনজি চালকরা এর স্থায়ী সমাধান চাই।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








