News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ২ আগস্ট ২০১৫
আপডেট: ১২:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২০

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠি: উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা ভাগ-ভাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ তুলেছে সমিতির সদস্যরা। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সমিতির সভাপতি ও পল্লী উন্নয়ন সমন্বয়কারী পূর্ণিমা রানি হালদার এ অভিযোগ করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ও সমিতির ম্যানেরজাররা।


অভিযোগ সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রকল্প অধিভুক্ত সমিতির সভাপতি ও ম্যনেজাররা বছরে ৭২’শ টাকা সম্মানি পান। কিন্তু যে সমিতিতে দুজনের বেশি যে কাজ করে তাকে ইউএনওর সুপারিশক্রমে সমন্বয় করে দেওয়া হয়। সভাপতিরা টাকা কম পাওয়ায় তারা ইউএনওর কাছে সঠিক সম্মানিভাতা পাওয়ার আবেদন করেন।

উপজেলা পল্লী উন্নয়ন সমন্বয়কারীসহ সমিতির ম্যনেজারদের অভিযোগ, অনেক অনুষ্ঠান না করেই টাকা মেরে দেন পল্লী উন্নয়ন অফিসার মো. বাবুল গাজী। প্রত্যেক সমিতি থেকে তার চাহিদামতো পার্সেন্টিস না পেলে তিনি বিভিন্ন অভিযোগে ঝামেলা করেন। প্রকল্পের নামে আসা বিভিন্ন বরাদ্দের ভাগ-ভাটোয়ারা নিয়ে তারা দুই গ্রুপে বিভক্ত।

সদর উপজেলার একটি ইউনিয়নে ৯০টি সমিতির রয়েছে। প্রত্যেক সমিতিতে একজন সভাপতি, একজন ম্যনেজারসহ ৬০ জন সদস্য রয়েছে। প্রতি সদস্যকে মাসে দুশো করে বছরে ৪৮’শ টাকা জমা দিতে হয়। বছর শেষে প্রত্যেক সদস্যের নামে প্রকল্প থেকে মূলধনের সাথে ৪৮’শ টাকা উৎসাহ বোনাস জমা হয়।

সদর উপজেলায় এরই মধ্যে কোটি টাকার ফান্ড জমা হয়েছে। সমিতি থেকে সদস্যরা বছরে আট পার্সেন্ট হারে ঋণ সুবিধা পাবে বলে বলা হয়।

পল্লী উন্নয়ন সমন্বয়কারী পূর্ণিমা রানি, বিআরডিবির চেয়ারম্যান পরিতোষ চন্দ্র দাস ও হিসাব সহকারী গোপাল চন্দ্র মণ্ডল নিউজবাংলাদেশকে বলেন, “উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. বাবুল গাজীকে সমিতি প্রতি টাকার পার্সেন্টিস দিতে হয়। জুন ক্লোজিংয়ের নামে তাকে সাত হাজার টাকা দিতে হয়েছে।”

তারা আরো বলেন, “তার দাবি করা বাকি টাকা না দেওয়ায় তিনি সমিতির সভাপতিদের দিয়ে আমাদেরকে হয়রানি করেন।”

উপজেলা পল্লীউন্নয়ন অফিসার মো. বাবুল গাজী নিউজবাংলাদেশকে বলেন, “আমার মাসিক ও দুই ক্লাসের সম্মানিভাতা ছাড়া একটাকাও আমি নেইনি। আর সমিতির কাছেও কোনো টাকা দাবি করিনি।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়