News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলা: ভোলায় দুরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ভোলা জেলার অভ্যন্তরীণ সকল রুটে ডাকা বাস ধর্মঘট দুদিন পর রোববার বিকেলে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

দুপুরে জেলা প্রশাসনের সাথে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও  দূরপাল্লার বাস মালিকদের মধ্যে সমঝোতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারসহ ভোলা-চরফ্যাশন সড়ক থেকে ব্যারিকেড তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।  

সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মো. সেলিম রোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সহ সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, কাউন্সিলর মঞ্জুর আলম, আবু মিয়াসহ মেঘনা ট্রান্সপোট, শতাব্দি পরিবহন, ভোলা এক্সপ্রেস ও তোফা পরিবহন প্রতিনিধি। সভায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু না হওয়া দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে  ভোলা বাস মালিক ও শ্রমিক সমিতি হঠাৎ করে দূর পাল্লার বাসে লোকাল যাত্রী বহনের প্রতিবাদে জেলার সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। একই সাথে বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বাস দিয়ে অবরোধ সৃষ্টি করে রাখা হয়েছে। এতে অন্য কোনো যান জেলার প্রধান সড়কে চলাচল করতে না পেরে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়