News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ২ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০২০

বিএসএফের আশ্রয়স্থল থেকে ফিরল ৩০ বাংলাদেশি

বিএসএফের আশ্রয়স্থল থেকে ফিরল ৩০ বাংলাদেশি

লালমনিরহাট: লালমনিরহাটের দহগ্রামে বন্যার তোড়ে আটকে পড়া ৩০ বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ফেরত দেয় বিএসএফ। এর আগে বুধবার বিকেলে দহগ্রাম চরাঞ্চলে কাজ করা অবস্থায় তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেলে বন্যার তোড়ে আটকা পড়া কৃষকদের আশ্রয় দেয় বিএসএফ।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, “লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতার মধ্য দিয়ে বয়ে চলা তিস্তার বুকে জেগে ওঠা কাদের চরে বুধবার দিনভর ক্ষেতে কাজ করছিল কৃষকরা। এ সময় হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পেলে চরে আটকে পড়ে ৩০জন কৃষক। তাদের পূর্ব তীরে তিস্তার স্রোত আর পশ্চিম দিকে ভারতের সীমানা। এর মধ্যস্থলে মৃত্যুর সন্ধিক্ষণে নিরুপায় কৃষকরা জীবন বাঁচানোর পথ খুজছিল।”

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুচবিহার-২২ ব্যাটালিয়নের চাঁদনী কাম্পের জোয়ানরা বিপদে পড়া ৩০ বাংলাদেশি কৃষককে ক্যাম্পে আশ্রয় দেয়।

ওইদিন বাংলাদেশিদের রোজা রাখার জন্য রাতে খাবার রান্না করে আপ্যায়ন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তারা কঠিন দৃষ্টান্ত স্থাপন করায় বিএসএফ’র প্রতি কৃতজ্ঞতা জানান ওই কৃষকরা।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়