News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৬, ১৯ জানুয়ারি ২০২০

প্রশাসনের উপসচিব পদে রদবদল

প্রশাসনের উপসচিব পদে রদবদল

ঢাকা: প্রশাসনে ১৫ উপসচিব পদে রদবদল করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বরাদ হোসেন চৌধুরীকে খুলনা সিটি করপোরেশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা এ টি এম সাইফুল ইসলামকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম ওয়াহিদা সুলতানাকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম শিরীন রুবীকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম ফাহমিদা আখতারকে বিনিয়োগ বোর্ডের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা চৌধুরী মো. হামিদ আল মাহবুবকে বিনিয়োগ বোর্ডের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহিলা সহায়তা কর্মসূচির উপ-পরিচালক বেগম ইশরাত জামানকে চট্টগ্রাম সেনানিবাসের সাময়িক ভূ-সম্পত্তি কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা জাহিদ হোসেন মুন্সিকে স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট (skill & traning Enhancement) এর উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্টের উপ-পরিচালক এ জে এম আব্দুল্লাহেল বাকীকে সমাজ কল্যাণ মন্ত্রলণায়ে বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শওকত আলীকে বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা রাশেদা জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মহিউদ্দিন খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম ইলিয়া সুমনাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মশিউর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়