News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৯, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

রাজশাহীতে ৩ চাকার গাড়ির বিরুদ্ধে আদালত

রাজশাহীতে ৩ চাকার গাড়ির বিরুদ্ধে আদালত

রাজশাহী: তিন চাকার অটোরিক্সা, থ্রি হুইলার ও ভটভটি চলাচল বন্ধে জেলার মহাসড়কে একদিকে চলছে ভ্রাম্যমাণ আদালত, অন্যদিকে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার যান।

রোববার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত তিন চাকার গাড়ির বিরুদ্ধে অভিযান চালায়। এসময় প্রায় ৬০টি গাড়ির বিরদ্ধে মামলা ও ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরী নিউজবাংলাদেশকে বলেন, “রোববার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিয়াডাঙ্গায়, পুঠিয়া উপজেলা সদর ও বেলপুকুরে অভিযান চালানো হয়। এসময় ৬০টি তিন চাকার গাড়িকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।”

তিনি আরো বলেন, “নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভীন এবং পুঠিয়ায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমেদ।”

নূরে জামান বলেন, “এসব গাড়িগুলো আটক করে সর্বোচ্চ সাজা ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চালকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন তিন চাকার গাড়িগুলো আঞ্চলিক সড়কে চালান।”

অটোচালক শামসুদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “শহর সংলগ্ন মহাসড়কের নির্দিষ্ট কোনো সীমানা নির্ধারণ না করেই আমাদেরকে জরিমানা করছে প্রশাসন। এতে আমাদের বেকারত্ব বাড়ছে। কর্মহীন হয়ে পড়ছে অটোচালকরা।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা মায়া নিউজবাংলাদেশকে বলেন, “সময় ও টাকা বাঁচাতে এসব পরিবহনের বিকল্প নেই। যদি মহাসড়ক থেকে এসব যান তুলতেই হয় তবে বিকল্প যান হিসেবে শহর সার্ভিস বাস নামাতে হবে। হঠাৎ এসব যান বন্ধ করে জনদুর্ভোগ বাড়ানো হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়