শিবচরে খদ্দেরসহ তিন পতিতা আটক
মাদারীপুর: জেলার শিবচর পৌরসভার তিন নং ওয়ার্ডের গুয়াতলা আবাসিক এলাকার একটি বাসা থেকে পতিতাবৃত্তিকালে এক খদ্দেরসহ তিন পতিতাকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তি করতো আটককৃত তিন পতিতা। এছাড়া প্রতি সপ্তাহে ঢাকা ও যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে দালালের মাধ্যমে নতুন নতুন পতিতা আনা হতো এ এলাকায়।
পুলিশ আরো জানায়, মোবাইল ফোনের মাধ্যমে ঠিক করা হতো খদ্দের। খদ্দের প্রতি পাঁচশো থেকে এক হাজার টাকার বিনিময়ে চলতো পতিতাবৃত্তি। এ টাকার একটি অংশ পেত পতিতা, বাকি অংশ দু’ভাগ করে নিত পতিতা সর্দারনী ও পতিতা সরবরাহকারী দালাল।
সূত্র জানায়, তিন মাস ধরে শিবচর পৌর এলাকার পশু হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে আটককৃতরা দেহ ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শিবচর থানার এএসআই নিউটন দত্ত ও আসাদুজ্জামানের নেতৃত্বে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জয়নাল নামের এক খদ্দের ও তিন পতিতাকে হাতেনাতে আটক করে পুলিশ। ওই বাসা থেকে কয়েকটি জন্ম নিয়ন্ত্রক সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটক পতিতা সন্ধ্যারানি (২৭) শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের সেখপুর গ্রামের বাসিন্দা। অপর দুজনের নাম জানা না গেলেও জানা গেছে, তাদের বাড়ি কুষ্টিয়া ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
পুলিশ জানায়, এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পতিতা সন্ধ্যারানি নিউজবাংলাদেশকে বলেন, “ঢাকার মিরপুরের এক পতিতা ব্যবসায়ীর মাধ্যমে আমার বাসায় পতিতা আনি। টাকা আধাআধি ভাগ করে নিই।”
বাড়িঅলা নিউজবাংলাদেশকে বলেন, “বিভিন্ন আত্মীয়-স্বজনের পরিচয়ে এ ভাড়াটিয়া বিভিন্ন মেয়েদের আনতো। জিজ্ঞাসা করলেই তাদেরকে আত্মীয় হিসেবে পরিচয় দিত। তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় আমি এ মাসে বাড়ি ছাড়ার নোটিশও দিয়েছি।”
শিবচর থানার এএসআই নিউটন দত্ত নিউজবাংলাদেশকে বলেন, “আটককৃত পতিতারা দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তি করতো। সন্ধ্যারানি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে পতিতা এনে এ ব্যবসা করতো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








