‘পুরুষের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ নিয়মিত ঘটনা’
নড়াইল: পুরুষের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এখন নিয়মিত ঘটনা বলে মন্তব্য করেছেন খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন।
তার বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নিউজবাংলাদেশকে এ কথা বলেন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শামীমা শারমিন নাজ (৩৫) নিউজবাংলাদেশকে বলেন, “প্রায় ১৬ বছর আগে প্রেম করে কামাল হোসেনের সাথে আমার বিয়ে হয়। আমাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যৌতুকের দাবিতে কামাল বিভিন্ন সময়ে আমাকে শারীরিকভাবে মারধর করতো।”
তিনি আরো বলেন, “সম্প্রতি আমার মায়ের নামে থাকা দশ শতক জমি বেচে দিয়ে সেই টাকা তাকে দিতে বলে। এতে আমি রাজি না হওয়ায় শনিবার গভীর রাতে সে আমাকে বেদম পিটিয়ে আহত করে। এরপর আমাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে।”
শামীমা বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অভিযুক্ত ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন যৌতুকের দাবিতে নির্যাতনের কথা অস্বীকার করে নিউজবাংলাদেশকে বলেন, “পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। পুরুষের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এখন নিয়মিত একটি ঘটনা।”
নড়াইল সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আছাদুজ্জামান মুন্সী নিউজবাংলাদেশকে বলেন, “হাসপাতালে চিকিসাধীন শামীমা শারমিন নাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “এ ঘটনায় কেউ যদি অভিযোগ দায়ের করে তবে অভিযুক্ত ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত এ কর্মকর্তা স্ত্রী ও সন্তানসহ বসবাস করেন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায়। তার বাড়ি লোহাগড়া উপজেলার চাচইধানাইড় গ্রামে। তার পিতার নাম কাজী আবু বক্কর।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








