News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৮, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে কলেজছাত্র আহত

রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে কলেজছাত্র আহত

ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে রোগীর খাবার কিনতে গিয়ে ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন সজীব (২২) নামের যুবক। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির কলাবাগান ফুট ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আহতের চাচা মেহেদী হাসান জানান, ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাদাকে দেখতে আসেন সজীব। রাতে কিছু খাবার ও ওষুধ আনতে তিনি বাইরে যান। এসময় প্রাইভেটকারযোগে এসে চারজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা সাড়ে নয় হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। সজীব বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এক রাউন্ড গুলি করে সব নিয়ে পালিয়ে যায়।

পরে সেখানকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়