News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৫, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে ১২টি সোনার বারসহ আটক ৫

রাজধানীতে ১২টি সোনার বারসহ আটক ৫

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১২টি সোনার বারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১২টি সোনার বার ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জনান মাকসুদুল আলম।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়