নতুন বছরের ৪ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ২২ কোটি ডলার
ফাইল ছবি
নতুন বছরের প্রথম ৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে (রেমিট্যান্স) ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৫ কোটি ৬৬ লাখ ডলার ।
সোমবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রথম ৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার । এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ২২ লাখ ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
নিউজবাংলাদেশ.কম/এসবি