News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

টাকার বিপরীতে রুপির রেকর্ড মূল্যপতন

টাকার বিপরীতে রুপির রেকর্ড মূল্যপতন

ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশের টাকা বেশ শক্তিশালী হয়েছে।এ সপ্তাহেই টাকার বিপরীতে রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে। বিবিসি জানায়, ,দরপতনের এক পর্যায়ে গত সোমবার ১০০ রুপির দাম দাঁড়ায় ১১৫ টাকার সামান্য বেশি।

বিশ্লেষকরা জানন, সারা বিশ্বে বৈদেশিক মুদ্রার বাজারে যে উথালপাতাল চলছে তাতে টাকা ডলারের বিপরীতে দৃঢ়তা দেখাতে পেরেছে। তাই রুপির তুলনায় তার দর বেড়েছে।

ফলে ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যাঁরা ভারতে যাবেন তাঁরা আগের চেয়ে লাভবান হবেন।কারণ রুপি কিনতে এখন টাকা কম লাগবে।

বিবিসি বাংলা গত বুধবার এক প্রতিবেদনে জানায়, এই প্রবণতা বজায় থাকলে বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে।

এদিকে, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো গতকাল বৃহস্পতিবার ১০০ রুপি বিক্রয় করে ১১৮ টাকায়। চলতি মাসের শুরুর দিকে ছিল ১২২ টাকা। দুই বছর আগে ২০১৩ সালের ১১ আগস্ট ছিল ১২৮ টাকা।

তবে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি ব্যবসায় জড়িতরা জানান, আমাদের কেনাকাটা হয় ডলারে। ফলে, রুপির দরপতনের প্রভাব পড়বে না। তবে, বেড়াতে যাবেন তারা কিছুটা লাভবান হবেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়