কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইর লেনদেন
ঢাকা: টানা চার দিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই) সূচক বেড়েছে। ঢাকার বাজারে আগের কার্যদিবস মঙ্গলবারের তুলনায় লেনদেন কমেছে ২৫ কোটি ৮৯ লাখ টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২১টি কোম্পানির ২৩ কোটি ৬০ লাখ ১২ হাজার ৭৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৯০২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৭০৮ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৮৯ লাখ কম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৪৮৭৩ দশমিক ৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ১৮৮৯ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) পয়েন্ট ৫ দশমিক ১ কমে ১২০২ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০ কোম্পানি- ইউনাইটেড পাওয়ার, ইসলামি ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই লি., ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লি., বিএসআরএম লি., অ্যাপেলো ইস্পাত ও বেক্সিমকো ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি- আনোয়ার গ্যালভানাইজিং, রংপুর ফাউন্ড্রি, আইএফআইসি, আল-হাজটেক্স, রেনউইক যজ্ঞেশ্বর, এলআর গ্লোবাল মি. ফা-১, ইবনেসিনা, এএমসিএল (প্রাণ), উসমানিয়া গ্লাস শীট ও বীচ হ্যাচারী।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি- ডেফোডিল কম্পিউটার, ইউনাইটেড এয়ার, শাশা ডেনিমস, পিএফ ১ম মি.ফা., নাভানা সিএনজি, ইবিএল ১ম মি. ফা., মিরাক্যাল ইন্ডা., পপুলার ১ মি. ফা., বিএসআরএম স্টিল ও ফার কেমিক্যাল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দিনশেষে ৯০৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








