News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

আলিবাবার নতুন চেয়ারম্যান মাইকেল ইভান্স

আলিবাবার নতুন চেয়ারম্যান মাইকেল ইভান্স

চীনের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল ইভান্স। মঙ্গলবার আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের পক্ষ থেকে এক ঘোষণায় চেয়ারম্যান নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকরপোরেশনের একজন সাবেক শীর্ষ কর্মকর্তা ইভান্স।

মাইকেল ইভান্স ই-কমার্স প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ কৌশল নিয়ে কাজ করবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন ব্র্যান্ড, খুচরা বিক্রেতা ও পণ্যের মালিকের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে চীনের বাজারে তাদের পণ্য বিক্রিতে প্রয়োজনীয় সহায়তার বিষয় তত্ত্বাবধান করবেন ইভান্স।

উল্লেখ্য, চীনের ই-কমার্স খাতে একছত্র আধিপত্য বিস্তার করে আছে আলিবাবা। স্থানীয় বাজারের পাশাপাশি এখন চীনের বাইরে ই-কমার্স ব্যবসার প্রসারে কাজ করছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ঝ্যাং বলেন, ‘আগামী দশকে ব্যবসা সম্প্রসারণের জন্য আলিবাবা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলের মধ্যে একটি বিশ্বায়ন। আমরা বৈশ্বিকভাবে এক কোটি ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করছি। এছাড়া বিশ্বব্যাপী ২০০ কোটি মানুষকে ই-কমার্স সেবা পৌঁছে দিতে চাই।’

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়