লাফার্জ লভ্যাংশের সোয়া কোটি টাকা দিল শ্রমিক কল্যাণে
ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের এককোটি ২৮ লাখ টাকা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি।
বুধবার সচিবালয়ে পরিচালক (অর্থ) মাসুদ খান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।
এসময় ওই মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান এবং কোম্পানির পরিচালক মিজানুর রহমান, শামারুখ ফখরুদ্দীন এবং স্টেকহোল্ডার্স রিলেশন ম্যানেজার মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রমআইন ২০০৬ অনুযায়ী কোম্পানির নিট লভ্যাংশের পাঁচ শতাংশের ১০ ভাগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম








