সিটি-পৌরসভার জন্য যন্ত্রপাতি কিনবে সরকার
ঢাকা: সিটি করপোরেশন ও পৌরসভার জন্য ৪২০ কোটি ৩০ লাখ টাকার যান ও যন্ত্রপাতি কিনবে সরকার। এ সব যন্ত্রপাতি পৌরসভা ও সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পরিষ্কার, ড্রেন নির্মাণ, মেরামত এবং রাস্তা নির্মাণে ব্যবহার করা হবে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এসব যন্ত্রপাতি কিনবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বেলারুশ ভ্রমণকালে সে দেশ থেকে সহজ শর্তে ‘দ্রব্য ঋণ’ গ্রহণের মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। তার ভিত্তিতে এসব যন্ত্রপাতি আমদানি করা হবে।
‘সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য বেলারুশ হতে মেশিনারিজ ও যন্ত্রপাতি সংগ্রহ’ নামের প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্কলিত প্রকল্পটির ব্যয় ৪২০ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮৮ কোটি ৮০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৩৩১ কোটি ৪৯ লাখ টাকা আসবে।
সরকারের একটি সূত্র জানায়, বর্তমানে যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে প্রতি বছর পৌরসভাগুলোকে প্রচুর পরিমাণ ভাড়া পরিশোধ করতে হয়। প্রস্তাবিত যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার হলে ভাড়া সাশ্রয় হবে এবং অবসর সময়ে ভাড়া প্রদান করে যে আয় হবে তা থেকেই ঋণের বাৎসরিক কিস্তি পরিশোধ করা যাবে।
যন্ত্রপাতির ক্রয়ের তালিকার মধ্যে ৩৩০টি স্কিড স্টিয়ার লোডার, ৩৩০টি ড্রিল, ৩৩০টি এক্সাভেটর, ৩২৯টি টুইন ড্রাম ভাইব্রেটরি রোলার, ১১টি বুলডোজার ব্লেড, ১১টি লগ গ্রেপল, ১১টি হুইল লোডার, ১১টি হাইড্রোলিক হ্যামার, ১১টি কম্বিনেশন অ্যাসফাল্ট রোলার এবং ১১টি ব্যাক হোল লোডার রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফকে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








