News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

বাণিজ্য মেলার নতুন স্থান পূর্বাচল নিউ টাউন

বাণিজ্য মেলার নতুন স্থান পূর্বাচল নিউ টাউন

ঢাকা: আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য নতুন স্থান হিসেবে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নিউ টাউনকে নির্ধারণ করা হয়েছে। এ মেলার জন্য ওই এলাকার সেক্টর-৪, রোড-৩১২, প্লট-০০২ কে নির্ধারণ করেছে সরকার।

২০১৯ সালের জানুয়ারি থেকে ওই স্থানে মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় মোট ৭৯৬ দশমিক ০১ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় রপ্তানী উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধায়নে ২০১৮ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে।   

মঙ্গলবার সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ২০১৫-১৬ অর্থ বছরের একনেকের দ্বিতীয় সভা এবং বর্তমান সরকারের ৪৮তম সভায় প্রকল্পটিসহ মোট নয়টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টার নির্মাণ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৯৬ দশমিক ০১ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১৩৮ দশমিক ১৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য (চীন সরকারের অনুদান) ৬২৫ দশমিক ৭০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৩২ দশমিক ১৩ কোটি টাকা।

ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে পণ্য প্রস্তুতকারকদের ও রপ্তানীকারক পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি, ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন এবং বিশেষায়িত বাণিজ্য মেলা আয়োজন করার জন্য একটি কেন্দ্রীয় স্থান স্থাপন করা এ প্রকল্পের উদ্দেশ্য।

প্রতিটি ৯ বর্গমিটার আয়তন বিশিষ্ট ৮০৬টি বুথ সম্বলিত ২টি বড় হল রুম নির্মাণ, ১৫০০ কার পার্কিং এর ব্যবস্থা, সম্মেলন কক্ষ, প্রেস সেন্টার, সভাকক্ষ, বাণিজ্য তথ্য কেন্দ্র, অর্ভ্যথনা কেন্দ্র, সার্ভিস রুম, সাব-স্টেশন ইত্যাদিসহ আনুষাঙ্গিক কাজ করবে প্রকল্পটি।

এদিকে নতুন ও সংশোধিত অনুমোদন হওয়া ৯টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে তিনহাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে জিওবি ২ হাজার ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৩২ কোটি ১৩ লাখ এবং প্রকল্প সাহায্য ৯৫৭ কোটি ১৯ লাখ টাকা।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়