‘নতুন নাগরিকদের’ মধ্যে কৃষিঋণ বিতরণের নির্দেশ
ঢাকা: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুসারে বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া সাবেক ১১১টি ছিটমহলের বাসিন্দা ‘নতুন নাগরিকদের’ অনুকূলে কৃষিঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
৬৮ বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ছিটমহল বিনিময় চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হয় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে। এই বিশেষ দিনটিকে নানা আয়োজনে উদযাপন করেছে দুদেশের ‘নতুন নাগরিকরা’।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, “সম্প্রতি বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিটি বাস্তবায়িত হওয়ায় নতুন করে বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া ১১১ ছিটমহল বর্তমানে বাংলাদেশ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, ভূমির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, দেশের অন্যান্য স্থানের ন্যায় তাদের অধিকার সুনিশ্চিত করা এবং সর্বোপরি উক্ত অঞ্চলে কৃষি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তাদের মাঝে কৃষিঋণ বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে বিগত ২৭ জুলাই তারিখে অত্র বিভাগ কর্তৃক জারিকৃত ৪ নম্বর সার্কুলারের সঙ্গে সংযুক্ত কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি অনুযায়ী নতুন করে বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া অঞ্চলের বাসিন্দাদের অনুকূলে কৃষি ঋণ বিতরণ করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা যাচ্ছে।”
নিউজবাংলাদে.কম/জেএস/কেজেএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম








