ফারুক আফিনদীর কবিতা
বাইশে শ্রাবণ
হঠাৎই বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি
শ্রাবণ তো যাচ্ছিলই চলে
বৃষ্টির বিয়োগে
গাঁয়েও বর্ষা দেখিনি ভাল
শুকনো আমবাগের দিকে চেয়ে নিঃশ্বাস ফেলি
গোসলের ঘাটলায়-
এখানে কতো কতো দিন ডুবেছি বর্ষায়
কতো কতো দিন মাথার উপর দিয়ে সাঁইসাঁই- ছুঁয়ে গেছে পইশ্চাল বৃষ্টি-
বর্ষা ও বাতাসের ঝাপটায়
বুকের ভেতরে ভাঙচুর- বর্ষার স্রোত-
মনের ডহরে ডোবে শালিকের পাখ
কাকের ডানায় জমা
মেঘের পরিণয়! বরষার শাস!
জীবনের ভার নিয়ে ফিরে আসি আজ
নগর কীর্তনে
বৃষ্টির সঙ্কট বড়
তবু প্রণয় রাখি তুলে
মনের গোপন সোনালি আঁশের সিঁকায়।
পলি, ও পান্না, বর্ষা তো যাচ্ছেই চলে
বাইশে শ্রাবণ...
হঠাৎই নামল বৃষ্টি, অঝোর--
হঠাৎ মনে পড়ল
বাইশে শ্রাবণ দিনটার মধ্যে বৃষ্টির অনেক ভার
বাইশে শ্রাবণ কথাটার মধ্যেই বৃষ্টির সম্ভার।
ঢাকা, ২২ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ
নিউজবাংলাদেশ.কম/এসজে








