News Bangladesh

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

দিয়ামির জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে বলেন, সকাল ১০টার দিকে হেলিকপ্টারটি একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুই পাইলট ও তিনজন টেকনিশিয়ান।

১৪:৫৯ ১ সেপ্টেম্বর ২০২৫

সাগরে লঘুচাপের শঙ্কা, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

সারা দেশে জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে

১৪:৫৭ ১ সেপ্টেম্বর ২০২৫

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এতে অংশ নেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্মসচিব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির

১৪:৫০ ১ সেপ্টেম্বর ২০২৫

বহিরাগতদের হামলায় উত্তপ্ত বাকৃবি, শিক্ষার্থীদের ৬ দফা দাবি

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে অনেক ছাত্রী বাড়ির পথে রওনা দিলেও ছাত্রদের বড় অংশ হল ছাড়তে অস্বীকৃতি জানায়। সকাল ৯টার দিকে তারা রাস্তায় নেমে মিছিল শুরু করে। বিভিন্ন হল থেকে মিছিল এসে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে একত্রিত হয় এবং বহিরাগতদের হামলার বিচারসহ হল ছাড়ার নির্দেশনার প্রতিবাদে স্লোগান দেয়।

১৪:৩৭ ১ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

১৪:২০ ১ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান এবং বুধবার রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সম্ভাব্য সহায়তা বিষয়ে আলোচনা হয়।

১৩:৫১ ১ সেপ্টেম্বর ২০২৫

নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

ডা. আসাদুজ্জামান জানান, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখের মধ্যে রক্তজমাট সম্পূর্ণ সেরে ওঠার জন্য প্রায় ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন, বিভাগীয় প্রধানরা নুরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, তবে খাবার খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন যা ধীরে ধীরে কমবে।

১৩:২৯ ১ সেপ্টেম্বর ২০২৫

বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হলেও ফিনিক্সের মতো জেগে উঠেছে: ফখরুল

ফখরুল বলেন, আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি একটি সমৃদ্ধশালী দেশ গড়বে। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

১৩:০৮ ১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২, আহত ১৫ শতাধিক

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনবার আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

১২:৩৭ ১ সেপ্টেম্বর ২০২৫

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

পরে দূতাবাসের মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে গিয়ে কক্ষে প্রবেশ করে। সেখানে জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়।

১২:২৩ ১ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে দুই বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নি‌লেন তারেক রহমান

পরে সন্ধ্যায় উপস্থিত হন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের ওয়ালিমা অনুষ্ঠানে।

১১:৩৫ ১ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় নদী থে‌কে যুব‌কের মর‌দেহ উদ্ধার

বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

১১:১২ ১ সেপ্টেম্বর ২০২৫

ক্ষতিকর অ্যাপ ঠেকাতে কড়া নীতি আনল গুগল

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, নীতিটি বাস্তবে কতটা কার্যকর হবে। কারণ প্রতারকেরা নানা কৌশলে নিয়ম এড়িয়ে ক্ষতিকর অ্যাপ চালু করার চেষ্টা চালাতে পারে। গুগল বলছে, এবার শুধু প্লে স্টোর নয়, তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে সাইডলোডিংয়ের মাধ্যমেও যে অ্যাপ সরবরাহ করা হবে, তার ক্ষেত্রেও একই যাচাই প্রক্রিয়া প্রযোজ্য হবে।

১০:৫৫ ১ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে সাংবাদিকের ভূমিকায় ডাচ ক্রিকেটার

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাধারণত ক্রিকেটাররা নির্ধারিত আসনে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। কিন্তু এদিন সাংবাদিকদের কাতারেই বসে পড়েন ও’ডাউড। শুধু বসেই ক্ষান্ত থাকেননি, সতীর্থ নোয়াহ ক্রোসকে সাংবাদিক স্টাইলে প্রশ্নও করেছেন তিনি।

১০:২৯ ১ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল-চামড়া কিছুই থাকবে না: কুদ্দুস বয়াতি

তার এই পোস্টে ইতোমধ্যে ২৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে ১২০০ বার, আর কমেন্ট করেছেন প্রায় ১৮০০ জন।

১০:০২ ১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট বার্তা দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া দেশের সামনে অন্য কোনো বিকল্প নেই।

০৯:২৭ ১ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়, তাদের দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

০৯:০৫ ১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২০

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় ঘরবাড়ি ভূমিকম্প-সহনশীল না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

০৮:৪৪ ১ সেপ্টেম্বর ২০২৫

রুপসা সেতুর নীচ থে‌কে সাংবা‌দিক বুলুর মর‌দেহ উদ্ধার

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

০৮:২১ ১ সেপ্টেম্বর ২০২৫

দেশে এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময়: তারেক রহমান

তারেক রহমান বলেন, লাখো প্রাণের বিনিময়ে ৭১ এর স্বাধীন বাংলাদেশ ৭৫ সালের ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী তাবেদারমুক্ত বাংলাদেশ...৯০ এর স্বৈরাচারবিরোধী বাংলাদেশ ২০২৪ এর ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ। এভাবে ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের শক্তির নেতা কর্মী সমর্থক যারা আত্মত্যাগ করেছেন, হতাহত হয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক মুহূর্তে আমি তাদের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই। ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের বেশি সময় ধরে ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতায়, নানা চড়াই উৎরাই পেরিয়ে, হাজারো শহীদের আত্মত্যাগে হাত পা চোখ হারানো শত শত আহত যোদ্ধার আর্তনাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময় এবং সুযোগ এসেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে, জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় জাতীয় নির্বাচন।

২১:৫৭ ৩১ আগস্ট ২০২৫

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, উপাচার্যের বাসভবন ঘেরাও

রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

২১:৩৩ ৩১ আগস্ট ২০২৫

শাহসূফি হাবিবুল বশর মাইজভাণ্ডারী মারা গেছেন

তার জানাজা ও দাফনের সময় ও স্থান এখনো গাউছিয়া রহমান মনজিলের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি।

২১:১২ ৩১ আগস্ট ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এই গ্রেড কার্যকর হবে।

২০:৪৮ ৩১ আগস্ট ২০২৫

প্রকৃত সত্য তুলে ধরায় বাড়ছে সাংবাদিকদের ওপর সহিংসতা 

২০২৪ সালের আগস্ট থেকে গত জুলাইয়ের মধ্যে দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। গত ৪ আগস্ট ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়

২০:২৮ ৩১ আগস্ট ২০২৫