News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০০:১০, ৬ ফেব্রুয়ারি ২০২০

সাভারে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

সাভারে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

সাভার পৌর আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পৌর এলাকার কোর্টবাড়ি মহল্লায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মজিদ। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ছিলেন। আব্দুল মজিদ ওই এলাকার মৃত কাশেম সরদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী কোর্টবাড়ি মহল্লায় আব্দুল মজিদের বাড়ির সামনে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা জানান, সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মজিদকে গুলি করে হত্যা করেছে।

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়