artk
বুধবার, সেপ্টেম্বার ১৮, ২০১৯ ৭:২০   |  ৩,আশ্বিন ১৪২৬

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, সেপ্টেম্বার ১১, ২০১৯ ৪:২০

ফিলিপাইনে ডেঙ্গুতে ১,০২১ জনের মৃত্যু

media

ফিলিপাইনে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন। আর এর মধ্যে মারা গেছেন এক হাজার ২১ জন।

ফিলিপাইনে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন। আর এর মধ্যে মারা গেছেন এক হাজার ২১ জন।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত এ মহামারিতে এক হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ৬২২। সে হিসেবে এবার এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো বলেন, এবার ডেঙ্গুতে মৃতদের মধ্যে প্রায় শতাংশই শিশু, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।

দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর ২৪ আগস্ট পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা ২০১৮ সালের একই সময়ে ছিল এক লাখ ১৯ হাজার ২২৪ ।

ডোমিংগো বলেন, সামনের মাসগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। কারণ, এ বছর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে।

গতবছর একই সময়ের তুলনায় রোগীর সংখ্যা ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে গত ৬ আগস্ট ডেঙ্গুকে মহামারি ঘোষণা করে দেশটির সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দশকে বিশ্বজুড়ে মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক বেড়েছে। প্রতি বছর ৪০ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তাদের বেশিরভাগই ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় দেশগুলোর বাসিন্দা।

শান্তর পর সাজঘরে লিটন আলোচনার মাধ্যমে জিপি-রবির সমস্যা সমাধান: অর্থমন্ত্রী গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুবলীগ নেতার ক্যাসিনোতে র‌্যাবের অভিযান, ১৪২ নারী-পুরুষ আটক সাব্বির বাদ অভিষেক শান্ত ও আমিনুলের বিনিয়োগ সেবার মান বাড়াতে হবে: বিডা চেয়ারম্যান ঢাকা দক্ষিণে ডেঙ্গু কতটা নিয়ন্ত্রণে সাংবাদিকদের মূল্যায়ন চান খোকন বাবা হওয়ার খবর জানাতে লঙ্কা কাণ্ড ঘটালেন আন্দ্রে রাসেল কোনো চালক ডোপ টেস্টে ধরা পড়লে সরাসরি জেলে: এনায়েত উল্যাহ স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মুন্নু সিরামিকস ও জুট স্টাফলার্সের শেয়ার কারসাজির প্রতিবেদন দাখিলের নির্দেশ দুদক কাঙ্খিত জনআস্থা অর্জনে ব্যর্থ: ইকবাল মাহমুদ রিফাত হত্যা: পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ-সার্বিয়ার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ জয়ন্ত চৌধুরীর ‘অনির্বাণ নেতাজি’ গ্রন্থের পাঠোন্মচন বৃহস্পতিবার সরকারি-আধা সরকারি পিয়নের চাকরির জন্যও টাকা দিতে হয়: মওদুদ নার্সিং প্রশিক্ষণ আন্তর্জাতিক মানে উন্নীত হবে: প্রধানমন্ত্রী ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা (ভিডিও) শাহজালালে কোটি টাকার সোনা জব্দ ছাত্রদলের কাউন্সিলরদের বিকেলের মধ্যে নয়াপল্টনে থাকার নির্দেশ পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত জাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল সেবা বন্ধ রাঙামাটিতে ২ জেএসএস কর্মীকে গুলি করে হত্যা গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত জাকির নায়েককে কেউ নিতে চায় না: মাহাথির সকালের নাস্তায় ভুল খাবার নয়, রাখুন এসব যে গ্রামের সব মানুষ দৃষ্টিহীন গণধর্ষণ মামলার বাদীর দুই পা গুড়িয়ে দিয়েছে আসামিরা