News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৭:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

ভিপি নুরের হেলমেট চুরি

ভিপি নুরের হেলমেট চুরি

ডাকসুর সংগ্রহশালা থেকে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুলহক নুরের হেলমেট চুরি হয়েছে।

সোমবার ভিপি নুরুল হক নুর তার ব্যাক্তিগত ফেজবুকে একটি ভিডিও ফুটেজ আপলোড করেন। সেখানে দেখা যায় ডাকসুর সংগ্রহশালার সামনে থেকে একজন তরুণ তার হেলমেড নিয়ে পালিয়ে যাচ্ছে।

এ স্টাটাস দেওয়ার পর অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করেছেন। ‘আবু নাঈম নোমান’ কমেন্ট করেছেন, আমাকে বলতো যাকাতের টাকা দিয়ে কিনে দিলাম।।
চুরি কেন করলো??। ‘ মশিউর রহমান ওয়ালি’ লিখেছেন, এ্যাডমিশন টেস্ট ছাড়া এ্যাডমিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো  প্রতিষ্ঠানে পড়ে তাহলে হেলমেট চুরি করবেনা কি গাজা না খেয়ে ধুকে ধুকে মরবে?।

আরেকজন লিখেছেন, হেলমেট বাহিনীর বন্ধুরা বলতে পারবে। রুবেল মাহমুদ লিখেছেন- এবার ছাগল চুরির পরে হেলমেট চুরি।

এ বিষয়ে ভিপি নুরুল হক নুর বলেন, 'ডাকসু ভবনের নিজ কার্যালয়ে আমি একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম। মোটরসাইকেলটি সংগ্রহশালার সামনেই রাখা ছিল। পাশে ছাত্রলীগের একটি মিটিং চলছিল। ভিড়ের মধ্যে থেকে কেউ  একজন এ কাজটি করেছে। এটা কোনো পেশাগত চোরের কাজ নয়।'

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়