News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৭:২৪, ২১ মে ২০২০

রিসোর্টে অসামাজিক কার্যকলাপে ১৭ জনের জেল-জরিমানা

রিসোর্টে অসামাজিক কার্যকলাপে ১৭ জনের জেল-জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এম জে হলিডে রিসোর্টে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন। 
এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ইছাপুরা গ্রামের ওই রিসোর্ট থেকে ১৭ জনকে আটক করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাতজন নারী ও ছয়জন পুরুষকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজন পুরুষকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের বাড়ি ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়