News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২৩:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

লবণচরা থানার ওসি রত্নেশ্বর মন্ডল জানান, নিহত আব্দুস সামাদ গোপালগঞ্জ জেলার ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়।

তিনি জানান, সকাল ৭টার দিকে আব্দুস সামাদ মোটরসাইকেলে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। তিনি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় পৌঁছালে ডুমুরিয়াগামী বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়