বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার একটি রেস্টুরেন্টে এ সভা হয়।
সভায় তিতাস উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংরাইশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মতিন মোল্লা, তিতাস উপজেলা শাখার আহ্বায়ক ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক, সদস্য সচিব ও লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য ও বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান এবং অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাংবাদিক হালিম সৈকত।