News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৭, ২৭ আগস্ট ২০১৯
আপডেট: ০২:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

নিখোঁজের পর দুই শিশুর লাশ পুকুরে ভাসমান

নিখোঁজের পর দুই শিশুর লাশ পুকুরে ভাসমান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের একদিন পর স্থানীয় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো বল্লবপুর গ্রামের বাসিন্দা সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তাঁর ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, গত সোমবার বিকেল থেকে সালমান ও তায়েবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজ করলেও পাওয়া যাচ্ছিল না। এরপর শিশুদের নিখোঁজ হওয়া নিয়ে মাইকিং করা হয়। পরে আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে দুজনের মরদেহ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে নেওয়া হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, “নিখোঁজ শিশুদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পর বোঝা যাবে, তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়