আবুল কালাম নামে এক সৌদি প্রবাসী জানান, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বাংলাদেশের চারজন ঘটনাস্থলেই মারা যান। এরা সবাই আড়াইহাজারের বাসিন্দা।
আবুল কালাম নামে এক সৌদি প্রবাসী জানান, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বাংলাদেশের চারজন ঘটনাস্থলেই মারা যান। এরা সবাই আড়াইহাজারের বাসিন্দা।
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
তারা নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা। নিহতরা মদিনা আল ফাহাদ কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতরা হলেন কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩) এবং পার্শ্ববর্তী গ্রামের খালিয়ারচর গ্রামের মোকররমের ছেলে উজ্জ্বল (২২)। খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের রাসেল (২৪) নামে একজন রয়েছেন।
আবুল কালাম নামে এক সৌদি প্রবাসী জানান, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বাংলাদেশের চারজন ঘটনাস্থলেই মারা যান। এরা সবাই আড়াইহাজারের বাসিন্দা।
এ ঘটনায় প্রতিটি পরিবারে কান্নার রোল পড়ে যায়। সন্তানের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা-বাবা। মৃত্যু সংবাদ শুনে পাড়া প্রতিবেশী নিহতদের বাড়িতে ভিড় করেন। নিহত রাসেলের বাড়ি চম্পকনগরে চলছে শোকের মাতম। বুক ফাটা আর্তনাতের কারণে কোন কথা বলতে পারছে না স্বজনরা। রাসেলের বাবা-মা ছেলে হারিয়ে পাগলপ্রায়।