ভেজাল মদ খেয়ে চট্টগ্রামে ৩ বন্ধুর মৃত্যু, আটক ৪
চট্টগ্রামে ভেজাল মদ খেয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার ফারুখ উল হক জানান, ভেজাল মদ খেয়ে তিনজনের মৃত্যু হবার পর থেকেই, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
মঙ্গলবার নাছিম নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে আটক করা হয়। এই সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন বার থেকে বিদেশি মদের বোতল সংগ্রহ করে, স্পিডসহ বিভিন্ন কেমিকেল মিশিয়ে ভেজাল মদ তৈরি করতো।
এরপর তাতে লেভেল লাগিয়ে বাজারজাত করে। এমনকি তারা হোম ডেলিভারি দিতো বলেও জানায় পুলিশ। গত ১৩ আগস্ট নগরীর আকবর শাহ থানাধীন মালীপাড়া এলাকায় ভেজাল মদ পান করে তিন বন্ধু্র মৃত্যু হয়।
নিউজবাংলাদেশ.কম/ এসপি








