News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৩, ২০ আগস্ট ২০১৯
আপডেট: ০১:২০, ১১ ফেব্রুয়ারি ২০২০

জামিনে বের হয়ে গণপিটুনিতে মৃত্যু

জামিনে বের হয়ে গণপিটুনিতে মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে গণপিটুনিতে জামিনে মুক্ত রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল উপজেলার মধ্যেরচর গ্রামের কালা গাজীর ছেলে।

স্থানীয়দের দাবি, তিনি এলাকার চিহ্নিত গরু চোরের সরদার। গরু চুরি ছাড়াও তার বিরুদ্ধে ভৈরব থানায় খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। 

এর আগে গত ২৭ জুলাই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে চালান দেয়। ২৩ দিন জেলে থাকার পর সোমবার তিনি জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে রফিকুল এলাকার বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় এলাকার উত্তেজিত জনতা তাকে লাঠিপেটাসহ দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের মরদেহ রাস্তার পাশে খাদে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ভৈরবে যত গরু চুরি হতো সবই রফিকুলের ইঙ্গিতে হতো। অনেক সময় মালিকরা তাকে টাকা দিয়ে চুরি যাওয়া গরু ফিরিয়ে আনতে বাধ্য হতেন।

নিহত রফিকের বড় ভাই মো. ফেরদৌস বলেন, আমার ছোট ভাই এক সময় খারাপ থাকলেও সে ইদানিং গরু চুরির সঙ্গে জড়িত ছিল না। অন্যরা গরু চুরি করে তার নামে বদনাম করতো। গতকাল সে আমাকে বলেছিল- সে আর গরু চুরি করবে না। এরমধ্যেই এলাকার লাল মিয়া, গোলাপ মিয়া, ফারুক, হাজি লতিফ, শফিক, আলামিনসহ প্রতিপক্ষের লোকজন এলাকাবাসীকে উত্তেজিত করে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় তার পরিবারের কেউ এখনও মামলা করেনি। তবে এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়