News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৪, ১৭ আগস্ট ২০১৯
আপডেট: ০২:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

অসাধু চামড়া ব্যবসায়ীদের কর্মকাণ্ড দুরভিসন্ধিমূলক: রাঙ্গা

অসাধু চামড়া ব্যবসায়ীদের কর্মকাণ্ড দুরভিসন্ধিমূলক: রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছে তা দূরভিসন্ধিমূলক। বিক্রেতাদের কম মূল্য দিতেই এমন অবস্থা সৃষ্টি করেছে। 

তিনি বলেন, চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকার।  

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে গণমাধ্যমের সাথে এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

শুক্রবার রাতে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ ও পূনর্বাসন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রেসিডিয়াম সভার বরাত দিয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, আগামী ২৩ আগস্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ২৩ আগস্ট হিন্দু ধর্মাবলম্বিদের জন্মাষ্টমী, হুসেইন মুহম্মদ এরশাদ জন্মষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তাই ২৩ আগষ্টের পরিবর্তে ৩১ আগষ্ট বাদ জোহর সারাদেশে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধীদলীয় নেতা এবং রংপুর-০৩ আসনে প্রার্থী নির্ধারণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী হবে।

নিউজবাংলাদেশ.কম/এসপি/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়