টাইফুন লেকিমায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

চীনে শক্তিশালী টাইফুন লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ এ দাঁড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশ- ঝেজিয়াং, শ্যানডং ও আনহুইয়ের অসংখ্য এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। এখনও ২১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
সোমবার সকাল পর্যন্ত কেবল ঝেজিয়াংয়েই ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রদেশটির বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর নিশ্চিত করেছে; নিখোঁজ ৯ জন।
চলতি বছরের অন্যতম শক্তিশালী টাইফুন লেকিমায় প্রদেশটির প্রায় ৭০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন; এদের মধ্যে ১২ লাখ ৬০ হাজার লোককে সরিয়েও নেয়া হয়।
শনিবার স্থানীয় সময় ভোররাতের আগে ঝেজিয়াংয়ের ওয়েনলিং শহরে লেকিমা প্রথম আঘাত হানে। দ্বিতীয় দফায় ঝড়টি আছড়ে পড়ে রোববার রাত ৮টা ৫০ মিনিটে, শ্যাংডংয়ের কিংডাও উপকূলে। টাইফুনের কারণে সৃষ্ট ভারী বৃষ্টি শনিবার বিকাল থেকেই সাংহাইকে কার্যত অচল করে রেখেছে।
নিউজবাংলাদেশ.কম/পিআর