ডেঙ্গুতে মৃত্যু হলো রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মীর

ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাড়ি গিয়ে মৃত্যু হলো রাজধানীর রমনা পার্কের এক পরিচ্ছন্নতা কর্মীর।
সোমবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ব্যক্তির নাম রাসেল (৩২)। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের সেলিমের ছেলে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাসেল (৩২) নামের রমনা পার্কের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাসেল গোপালগঞ্জে গ্রামের বাড়িতে আসেন। প্রথমে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে ১০ আগস্ট তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে চারজনের মুত্যু হলো।
নিউজবাংলাদেশ.কম/এফএ