News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০২, ১২ আগস্ট ২০১৯
আপডেট: ০৪:২২, ১১ ফেব্রুয়ারি ২০২০

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: খোকন

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: খোকন

কোরবানি পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর ধোলায় পড়ে অবস্থিত সাদেক হোসেন খোকা মাঠের বর্জ্য অপসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কোরবানির বর্জ্য অসারণ কাজের উদ্বোধন করছেন সাঈদ খোকনসাঈদ খোকন বলেন, কোরবানির জন্য প্রতি বছরের মতো এ বছরও কিছু স্থান চিহ্নিত করে দেয়া হয়। তবে নগরবাসীর অনেকেই এসব স্থানে কোরবানি দেননি। তারা নিজস্ব ব্যবস্থাপনায় বাসাবাড়ি বা ফুটপাতে কোরবানি করেছেন। এরপরও নির্ধারিত সময়ের মধ্যেই এসব বর্জ্য অপসারণ করে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।

মেয়র বলেন, পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও কোরবানি দেওয়ার রেওয়াজ রয়েছে। আমরা যে দিনের বর্জ্য সেদিন অপসারণ করবো।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়