News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ১২ আগস্ট ২০১৯
আপডেট: ০১:০০, ১১ ফেব্রুয়ারি ২০২০

নগরবাসীকে দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

নগরবাসীকে দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক শুভেচ্ছা বার্তায় তারা নগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গঠনে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তারা।

শুভেচ্ছা বার্তায় সাঈদ খোকন বলেন, “ঈদুল আজহা দেয় ত্যাগের মহিমায় ভালোবাসার শিক্ষা। সেই ভালোবাসায় ভালো কাটুক সবার এবারের ঈদ। সবাইকে ঈদ মোবারক।”

অপরদিকে, আতিকুল ইসলাম বলেন, ‘ঈদ আমাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি। ঈদের মহিমা জেগে থাকুক বছরের সারাটা দিন। এই ঈদে পরিচ্ছন্ন ঢাকা হোক আমাদের অঙ্গীকার। ঈদ মোবারক।’

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়