চার্জ ছাড়াই চলবে আইফোন!
স্মার্টফোন ব্যবহারকারীদের চমক দিয়ে একের পর এক নতুন উপহার দিচ্ছেন প্রযুক্তিবিদরা। সে তালিকায় যুক্ত হয়েছে ‘সৌরকোষ’ সম্বলিত আইফোন। যার ফলে বিদ্যুৎ সংযোগে চার্জ দেওয়া ছাড়াই ফোন চলবে দীর্ঘদিন! আর স্বল্প ব্যাটারি সমস্যায় থাকা স্মার্টফোন ব্যবহারকারীরা উপকৃত হবে।
এর আগেও আইফোনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সে ধারা অব্যাহত রেখেই এবার আরও উন্নত সৌরকোষ (সোলার প্যানেল) নিয়ে আসছে আইফোন সেভেন। সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে এ স্মার্টফোন চলবে।
এবার অ্যাপলের পরিকল্পনায় স্মার্টফোনের টাচক্রিনের নিচেও বিশেষ পদ্ধতিতে সৌরকোষ বসানো হয়েছে। সাথে যুক্ত করা হয়েছে বাড়তি কিছু অংশ। টাচক্রিনের নিচে থাকা সৌরকোষের মাধ্যমে দিনের বেলায় আইফোনের ব্যাটারি নিজে নিজে চার্জ গ্রহণ করবে।
কিন্তু এই প্রযুক্তি কীভাবে কাজ করবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি অ্যাপল। তবে মজার বিষয় হলো, অ্যাপল ডেস্কটপ কম্পিউটারের মাউস ট্রাক প্যাড, কি-বোর্ডসহ বিভিন্ন যন্ত্রাংশে সৌরকোষ ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। যার ফলে ব্যবহারকারীরা চার্জ ভোগান্তি থেকে মুক্তি পাবে।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এজে
নিউজবাংলাদেশ.কম