২০২০ সালে বাজারে আসবে এমন দুটি বাইকের মডেল উন্মোচন করল কাওয়াসাকি। এই মডেল দু’টি হল জেড৯০০ আর এস এবং জেড৯০০ আর এস ক্যাফে। জাপানে এই মডেল দু’টি প্রথম প্রকাশ্যে নিয়ে আসা হলো। বাংলাদেশে বাইক দুটি পাওয়া যেতে পারে একই বছরে।
আধুনিক ক্যান্ডি গ্রিন রঙে তৈরি বাইক দুটিতে চার সিলিন্ডারযুক্ত ৯৪৮ সিসি ইঞ্জিন রয়েছে। জেড৯০০ আরএস মডেলের সম্ভাব্য দাম রাখা হয়েছে ১৬.৭৫ লাখ। জেড৯০০ আরএস ক্যাফের দাম রাখা হয়েছে ৮.৮০ লাখ টাকা। এই বাইক ভারতের বিএমডবলিউ আর নাইন টি, ডুকাটি স্ক্যাম্বলার ১১০০ বাইকের সাথে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে।
কাওয়াসাকি এ ছাড়াও নতুন দু’টি বাইক ভালকান এস এবং জেড ৪০০ মডেল ইউরোপের বাজারে নিয়ে আসছে।