‘আ.লীগের সমর্থক পরিচয়ে বহু সুযোগ-সুবিধা নিয়েছেন প্রিয়া সাহা’
নওগাঁ সংবাদদাতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে নালিশ দেওয়া প্রিয়া সাহা কয়েকদিন আগে দলিত নামে একটি পত্রিকার ডিক্লারেশন নিয়েছেন।
নওগাঁ- ৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা সংক্রান্ত একটি পোস্টে প্রতিক্রিয়ায় এই তথ্য জানান।
এমনকি প্রিয়া সাহা আওয়ামী লীগের সমর্থক পরিচয় দিয়ে বর্তমান সরকারের কাছ থেকে বহু সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের একটি পোস্টে মন্তব্য হিসেবে মো. ইসরাফিল আলম লিখেছেন, উনার নাম সম্ভবত প্রিয় বালা বিশ্বাস। উনি দলিতসহ বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুক্তির জন্য ‘শাড়ি’ নামে এক এনজিও’র নির্বাহী পরিচালক। তার সাথে আমাদের সরকারের এবং জনপ্রশাসনেরর্ ঊর্ধ্বতন ব্যক্তিদের হাজারো ছবি রয়েছে এবং তিনি আওয়ামী লীগের সমর্থক পরিচয় দিয়ে বর্তমান সরকারের সময়ে বহুমুখী সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলে আমি জানি।’
‘কয়েকদিন আগে তিনি দলিত নামে একটি পত্রিকার ডিক্লারেশন নিয়েছেন যা প্রকাশের অপেক্ষায়। তিনি কেন রূপ এবং মত পাল্টিয়ে এ ধরনের অভিযোগ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তা সত্যিই এক বিস্ময়ের ব্যাপার।’
‘এ ধরনের আচরণ এবং ভূমিকা বর্তমান অসাম্প্রদায়িক জঙ্গি বিরোধী সরকারের ভাবমূর্তি এবং শক্তিকে দুর্বল করবে এবং আমাদের প্রিয় জন্মভূমি তথা এই বাংলাদেশ রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট্যকে বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ করবে! কারণ তিনি যে ধরনের অভিযোগ করলেন আমি তা দেখলাম আর ভাবলাম -এ ধরনের অভিযোগের আদৌ কি কোন অস্তিত্ব, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এই সরকারের সময়ে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে?
নিউজবাংলাদেশ.কম/এমএস